প্রিন্ট এর তারিখঃ Apr 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2025 ইং
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কাজিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইসরাইল কর্তৃক গাজা দখলের চক্রান্ত এবং ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের কাজিপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করা হয়েছে।
সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের তৌহিদী জনতার নেতৃত্বে সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় কাজিপুর উপজেলা পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে পৌরসভার আলমপুর চৌরাস্তায় মানববন্ধন ও
সমাবেশ করে। বিক্ষোভ মিছিলে ছাত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা, সর্বস্তরের তৌহিদী জনতা সহ সাধারণ মানুষ অংশ নেয়। মিছিল থেকে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষ হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়ায় হয়।
বিক্ষোভ মিছিল শেষে আলমপুর চৌরাস্তায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি শেখ রাসেল, আকিব আহমেদ অন্তর, ইয়াসিন আরাফাত বিজয়, সজিবুর রহমান, রানা মিয়া, এনামুল হক, আমান উল্লাহ নাইম, নজরুল ইসলাম, এ, কে মাহি, নূর মোহাম্মদ প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে মাবতার উপর ইসরাইল বর্বর হামলা চালাচ্ছে। নিরপরাধ নারী শিশুসহ সাধারণ মানুষকে হত্যা করছে। আমরা এর প্রতিবাদ জানাই। কিন্তু জাতিসংঘ কোন কিছু বলছে না। বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো চুপ করে আছে। আমরা বীরের জাতি। কিন্তু আজ সারা বিশ্বের মুসলমানরা মার খাচ্ছে। নির্যাতনের শিকার হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ অধিকার বার্তা