প্রিন্ট এর তারিখঃ Apr 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Apr 15, 2025 ইং
মালাইশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আর নেই!
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি (পাক লাহ) সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রয়টার্সের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করা হয়েছে। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আবদুল্লাহ আহমদের জামাতা ও দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন এদিন ইনস্টাগ্রামে এক পোস্টে বাদাবির মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী রোববার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কুয়ালালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, হাসপাতালে আনার পরপরই আবদুল্লাহ আহমদকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তবে, চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এদিকে, মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আবদুল্লাহ আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের পর ২০০৩ সালে মাহাথির মোহাম্মদ পদত্যাগ করলে আবদুল্লাহ আহমদ দেশটির প্রধানমন্ত্রীর আসনে বসেন এবং ২০০৯ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ অধিকার বার্তা