সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে গভীর রাতে রংপুর-ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে ডাকাতিচেষ্টার ঘটনা ঘটেছে।
বুধবার (১৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নাবিল পরিবহনের ওই বাসের যাত্রী শাহাদত হোসেন অধিকার বার্তাকে জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে তিনি রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। পথে বিরতিও ছিল। রাত ৩টার দিকে বাসটি কোনাবাড়ী এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। পরে চালকের সহকারী বাস থেকে নেমে দেখতে পান তেলের কনটেইনার ফুটো হয়ে গেছে। এর কিছুক্ষণের মধ্যে ১৫-২০ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাসের দিকে তেড়ে আসেন। পরে চালকের সহকারী দ্রুত বাসে উঠে গেটে তালা লাগানোর সময় ডাকাতরা তাকে রামদা দিয়ে কোপ দেন। এতে তিনি সামান্য আহত হন।
ওই যাত্রী আরও জানান, বাসের দরজা খুলে দেওয়ার জন্য ডাকাতরা ৩-৪ মিনিট ধরে দরজায় থাপড়াতে থাকেন। এমন পরিস্থিতিতে বাসে থাকা কয়েকজন যাত্রী ৯৯৯ নম্বরে কল করেন। তবে লোকেশন ঠিকভাবে বলতে পারছিলেন তারা। হঠাৎ টহল পুলিশের একটি গাড়ি এলে ডাকাতরা দৌড়ে পালিয়ে যান। পরে নাবিল পরিবহনের অন্য গাড়িতে করে তারা ঢাকায় চলে আসেন।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনারুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিতে হবে। মহাসড়কে ডাকাতির ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।