গণঅধিকার পরিষদ, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও প্রভাষক সাখাওয়াত হোসেন তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে এই নতুন কমিটি এবং আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, এই কমিটিতে রেলপথ আন্দোলনের দীর্ঘদিনের পরিচিত মুখ এবং ব্যক্তিগতভাবে সমাজের বিভিন্ন স্তরে অবদান রাখা ব্যক্তিরা স্থান পেয়েছেন। তিনি এই কমিটিকে শহরের আগামী দিনের অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন। এছাড়াও, প্রবীণ নাগরিকসহ সকল বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে আরও বেগবান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সখাওয়াত হোসেন আক্ষেপের সাথে বলেন, একসময় ঝিনাইদহে রেলপথ চালু থাকলেও রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং প্রভাবশালী মহলের জমি দখলের কারণে তা মুখ থুবড়ে পড়ে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ১৯৩৬ সালেও ঝিনাইদহ শহরে রেলপথের মাধ্যমে ট্রেন চলাচল করত এবং এখনও তার বহু নিদর্শন বিদ্যমান রয়েছে।
এই পরিস্থিতিতে সমাজকর্মী আব্দুল্লাহ বিগত কয়েক বছর ধরে এককভাবে রেলপথের দাবিতে সক্রিয় রয়েছেন এবং তার প্রচেষ্টার ফলস্বরূপ এই নতুন বাস্তবায়ন পরিষদ গঠিত হয়েছে।
ঝিনাইদহ শহরে রেলপথ চাই আন্দোলন বাস্তবায়ন পরিষদের পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতিমণ্ডলী:
* সভাপতি: মোঃ আব্দুল্লাহ (সমাজকর্মী)
* সিনিয়র সহ-সভাপতি: মোঃ আব্দুস সবুর (সমাজকর্মী)
* সহ-সভাপতি: সাব্বির আহমেদ জুয়েল (মনোবিজ্ঞানী), মোঃ হাসান ইমাম হিমু (সংস্কৃতি কর্মী), শাহনেওয়াজ উজ্জ্বল শিশির (সমাজকর্মী), মুস্তাক আহম্মেদ মেলোডি (সংস্কৃতি কর্মী)
সম্পাদকমণ্ডলী:
* সাধারণ সম্পাদক: আরিফা ইয়াসমিন লিম্পা (সমাজকর্মী)
* সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ আলমগীর হুসাইন (সমাজকর্মী)
* যুগ্ম-সাধারণ সম্পাদক: রাকিবুল হাসান (সমাজকর্মী), ইফাজ তানভীর মিন্টু (মিডিয়াকর্মী), শফিক মাহমুদ (সাংস্কৃতিক কর্মী)
* কোষাধ্যক্ষ: মোঃ জাহিদুল ইসলাম (সমাজ চিন্তক)
* মূখ্য সংগঠক: আনোয়ার ফিরোজ মাসুম
* মুখপাত্র: মনিরুল ইসলাম
* সাংগঠনিক সম্পাদক: শাহিনুর রহমান (সমাজকর্মী)
* সহ-সাংগঠনিক সম্পাদক: রাকিব উদ্দিন রনি (সমাজকর্মী), নাভিন আহম্মেদ তাজ (সমাজকর্মী), মিথুন জুয়েল বাবু (সমাজকর্মী)
* প্রচার ও প্রকাশনা সম্পাদক: তারেক মাহমুদ জয় (মিডিয়াকর্মী)
* সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিশন আলী (সমাজকর্মী), রাজু আহমেদ সাগর (সাংস্কৃতিক কর্মী), শামীম হোসেন (রক্তযোদ্ধা)
* দপ্তর সম্পাদক: আশিকুর রহমান মিনার (সমাজকর্মী)
* সহ-দপ্তর সম্পাদক: আবুল কালাম আজাদ (সমাজকর্মী), হাশেম আলী (সমাজকর্মী), শোভন সাহা সবুজ (সাংস্কৃতিক কর্মী)
* সাংস্কৃতিক সম্পাদক: ইনজামামুল হক (সাংস্কৃতিক কর্মী)
* সহ-সাংস্কৃতিক সম্পাদক: মেহেদী হাসান মুন্না (সাংস্কৃতিক কর্মী), গোলক জোয়ার্দার (সাংস্কৃতিক কর্মী), হৃদয় হোসেন (সিঙ্গার) (সাংস্কৃতিক কর্মী)
* সাংবাদিকতা ও তথ্য সম্পাদক: শাহনেওয়াজ খান সুমন (মিডিয়াকর্মী)
কার্যনির্বাহী সদস্য: শাহেদ আহমদ, খোন্দকার আতিকুজ্জামান শাহিন, শামীম আহম্মেদ টফি, রুবেল পারভেজ, মাহবুব মল্লিক, সুমন পারভেজ, শামিমা সুলতানা (ইতি), শরিফা খাতুন, ফকর উদ্দীন আহাম্মেদ মুন্না, মোঃ এজাজ হোসেন অন্তর, শরীফ আহম্মেদ রিমন।
প্রভাষক সাখাওয়াত হোসেন মনে করেন, এই নবগঠিত কমিটি শহরের সকল স্তরের মানুষের সমন্বয়ে গঠিত এবং তারা ঐক্যবদ্ধভাবে রেলপথের দাবি আদায়ে জোরালো ভূমিকা রাখবে। তিনি অতীতের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং একটি উন্নত ঝিনাইদহ গড়তে এই কমিটির কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন। এখন দেখার বিষয়, এই নতুন কমিটি তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে কতটা সফল হতে পারে।